কবি দেবব্রত সরকার এর কবিতা "নির্মোক"



নির্মোক

দেবব্রত সরকার 


যা কিছু শিখেছি তোমার দান
অন্ধ চোখে যে  আলোর শীষ
সমাজের চোখে নিত্য বান
কবিদের কাছে আমিই বিষ।

প্রথমিকার কাছে হারিয়ে বুক
বিশ্বাস শুধুই অন্ধ দ্বার
চেয়েছে কৃষ্ণ রাধার সুখ
অথচ দেখেছি হাহাকার

তুমি হতে পারো রাজনীতি
কিন্তু ছলায় আবেক বধ
মানুষের বুকে গড়েছ ভীতি
মঞ্চে বলেছ আমিই সত 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much

সুন্দর ভিউজ নজর করুন

কবি মোঃ সেলিম মিয়া'র কবিতা "সময়ের ঘড়ি "

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৬