শত জনমের সাধ
শাহীন রহমান
"সজল নয়ন ভিজিলো সখা,তোমার প্রণয় পরশ পেয়ে,
দূরের বনে হাজারো পাপিয়া,মধুর সুরে উঠিলো গেয়ে।
প্রিয়তমোহে তব ছোঁয়াতে,ভরিয়া উঠিলো ফুলের বীথি,
বিরহীনি বঁধু কাঁকই টানিয়া,বাঁধিয়া নিলো আপন সিথী।
বাসরে দোসর হও হে সখা,দোঁহে মিলিবো একই সাথে,
উঠোনে পাতা কুসুম মাদুর,মেঘলা মেদুর শাওন রাতে।
হিমেল চাদরে আদর মাখিয়ে,গাহিব দুজন প্রণয় গীতি
হংসমিথুন আদরে সোহাগে,যেমন করিয়া জানাই প্রীতি।
শত জনমের বাসনা টুকু,বাসরে সাজুক ফুলের সাজে,
বেনারসিতে ঘোমটা জড়িয়ে,থাকিব বসে গভীর লাজে।
হারানো সাথী খুঁজে ফেরে জোড়,হারিয়েছে কোন বাঁকে,
বিরহীনি কোন বেজোড় পাখি,গান গাইবে কদম শাখে।
শত জনমের কামনা আমার, পুরোন হবে গো জানি,
বনে ফুটিবে কদম,হাসিবে কেয়া,সাজাবে বাসর খানি।
দূরে লক্ষীপ্যাঁচার ডাক শুনে আজ শিহরিত হবো প্রিয়,
ভালোবেসে স্বামী গভীর আবেশে, বক্ষে টানিয়া নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much