মুক্তির আহবান
মনি জামান
একটা কষ্ট সদ্য ফোটা মেয়েটার
শরীরটা আবৃত্ত করে,
থমকে দাঁড়ায় সময় বোঝে না পুরুষ
প্রেম কি।
কখনো জানতে চাইনা বুঝতে চাইনা
মেয়েটার মন,
শকুন চোখ গুরু দক্ষীণা দাও।
চঞ্চল ঝর্ণাকলম মেয়েটার
সংসার ভাঙ্গে,
নিরব অভিমানে ভঙ্গুর সূর্যটা হয়
আলোহীন।
ফুঁসে ওঠে ঘৃণা কম্পিত বুক,
হৃদপিণ্ডে ফোঁটে বঞ্চনার রক্ত
গোলাপ,
জীবন হিসেব চুকায় বিবাহ নির্যাতনে,
নিরবে ঝরে নারী মুক্তির আহ্বান!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much