০৯ মার্চ ২০২২

কবি শিবনাথ মণ্ডল এর ছড়া




কলকাতায় পাহার
শিবনাথ মণ্ডল



কোলকাতায় বাড়ির পাহার
রাস্তা ভত্তি গাড়ি
না না রকমের মানুষ গুলো
চলছে সারি সারি।
রাস্তা গুলো অলিগলি
চারিদিকে মোড়
লাল সবুজ আলোদেখে
গাড়ি দেয় দৌড়।
এত বড় শহর খানার
নেইযেন তার শেষ
সুন্দরী কোলকাতাটা আজ
সেজেছে যেন বেশ।
মহাকাশের গ্রহ তারা
আছে কোলকাতায়
তারা মণ্ডলে ঢুকলে পরে
সেথায় দেখা যায়।
ইস্ট ইণ্ডিয়ার কর্মধ‍াক্ষ‍্য
জব চার্ণক‍্য নাম
তিন গ্রাম এক করে
বাড়ালো কোলকাতার দাম।
সুতানুটি গোবিন্দপুর 
নিয়ে কোলকাতা
আঠারো টি জেলার মাথা
শহর কোলকাতা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much