পরাস্ত প্রেম
সেইতো তুমি এলে ফিরে আলেয়ার আলো হয়ে,হলো না আর দেখা দুজনার।
ধুপ কাটি জ্বলে জ্বলে পুড়ে হবো ছাই আমি,আয়ু রেখা মিলে যাবে সমস্ত ক্লান্তি মুছে।
তারপর একাকার আধারের নির্জনতায়
অনন্ত হবে আমার রাত্রি বাস,যেখানে ঘুমন্ত পৃথিবী জ্যোৎস্নার আলোয় জলকেলি খেলে সারারাত,দ্বারস্ত চাঁদের পরাস্ত প্রেম ফেলে তুমি কর সহবাস।
হৃদয়ের আকুতি কান্নার নোনা জল,সব যাবে ভুলে সেদিন হবেনা কখনো দুজনের দেখা আর।
সেইতো তুমি এলে ফিরে আলেয়ার আলো হয়ে,হলো না আর দেখা দুজনার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much