যা হারায়না
কিছু হারায়না বলে, নদীজল দিয়ে গেছে
জাহাজের রত্নশরীর,
যেন এক ঋতু এসে রেখে গেল,
গাছের শেকড়ে, ফুল ফোটার অন্তিম বিলাস।
রক্ত যেন এক মহাদেশ,
হাতে নিয়ে মায়াযাদু অক্ষরমালা,
কোথাও, বজ্রপাত বিদ্যুৎ চমকায়
কেঁপে যায় ত্রিভুবনের সমস্ত অসুখ।
সমুদ্র ফিরে এসে
শান্ত করে তীরেরই ভাঙন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much