২০ নভেম্বর ২০২০

নূরজাহান শিল্পী



অযাচিত অভিমান

উপচে পড়া জলের কথা তুমিই বলো
আমিতো জানি শুধু কান্নার রং গুলো
আমার ইচ্ছেরা অমাবস্যার আঁধারে লুকায়
নিজেকে বড় বেমানান লাগে ভরা পূর্ণিমায়
আমার কিছু নির্ঘুম রাত আছে কিছু কষ্টের কাহন জমা তাতে
মন খারাপের গল্প আছে
একাকিত্বের খরায় জলের গহীন যাচে
জোসনার আমন্ত্রণে হৃদয় খুঁজি
ভালোবাসা বুকে নিয়ে ঘুরে চলছি আজন্ম সূর্য পথে
অপেক্ষার নাম হয়েছে দীর্ঘশ্বাস
গড়িয়ে পড়া অশ্রুগুলো মিথ্যে নয়
নির্বাক! সেও তো বোঝে ক্ষোভ
চোখের পাতায় অভিমান
সেও বুঝে উপলব্ধি বোধ
জড়িয়ে ধরে রোজ
আজ পালিয়ে বেড়ায় ক্ষত নিয়ে লৌকিক আঁধারে
মুমূর্ষ শহরের ইট পাথরের জীর্ণ দেয়ালে প্রতিধ্বনি  শুনি
মন ভালো নেই মন ভালো নেই...

যুক্তরাজ্য


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much