২০ নভেম্বর ২০২০

দীপিকা সাহা



কোনো এক কিশোরী

                           
গোধূলির আলো ঝরে পড়েছে 
নতুন বিকেলের ওপর
প্রশান্ত চোখে আকাশ বেপরোয়া
খেলার ছকে সন্ধ্যে আঁকে,
ধূসর আবহে কোন এক কিশোরী
শরীর ভেজায় উষ্ণ নদীর পাড়ে।
চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে
বাঁকা চাঁদের মতো হেসে
সেই অবাধ্য নীলকন্ঠ ইচ্ছের চৌকাঠ পেরিয়ে
চাঁপার গন্ধে বিভোর,
ভেজা অলংকারের বুকে মুখ ঠেকিয়ে
বর্ষা ডেকেছি দীর্ঘ উপোসের পর।
ধূসর আবহে কোন এক কিশোরী
আজও পথ চেয়ে আছে
রাত্রিযাপনের অর্ধেক কাল ফেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much