তোমার হৃদয় খুঁড়ে
ভেবেছি, একদিন
তোমার হৃদয়ের কপাটিকা খুলে
অলিন্দে উঁকি মেরে দেখবো
তুমি আগের মত স্বপ্ন দেখ কিনা!
আগের মতো ভালবাসলেই
গাইতে পারো কিনা সেসব গান..
এখনও সেই সরল চোখ
কথা দিতে পারে কিনা
গভীরতার।
জেদী ঘোড়ার মত এখনও
তর্ক করো কিনা
এখনও অস্থির হও কিনা তেমনটি
এখনও কি মনখারাপ চেপে রাখ?
কষ্ট পেলে কঠিন হতে হতে
গলে তরল হও, নরম হও অজান্তেই?
ভেবেছি, একদিন তোমার হৃদয় খুঁড়ে
দেখবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much