২০ নভেম্বর ২০২০

অলোক দাস

ফেলুদা


ফেলুদা কে বলে তুমি নাই, তুমিতো হৃদয়ে চিরো আয়ুষ্মান, তুমি কোনোদিন হারো নি, তাই তুমি অরিজিৎ, শুকতারার দেশে রবি, তপেন ও সত্যজিৎ তোমার অপেক্ষায়, তুমি যে মহারাজ, রাজা ছাড়া কি আসর মানায়? তোমাকে আর পাবো না মরুদেশে কিংবা কাশিতে, তুমি এখন আমাদের হৃদয়ে, নমস্কার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much