ঘুমন্ত প্রেমী
ভালোবাসা ঘুমন্ত দুইটি আত্মা,
স্বপ্ন বিভোর পথে
আসা যাওয়া আর কথা।
এক আয়নায় দুইটি
প্রতিফলিত মুখ,
একে অপরকে দেখার সুখ।
কাছে নেই,তবুও খুব পাশে,
স্পর্শ নিঃশ্বাসের ভাঁজে ভাঁজে।
মোমবাতির চিৎকারে
পুড়ে যাওয়া মন,
হৃদয় ঝরায় সমুদ্রের নোনাজল।
তাতে কি ?
আমি তো সেই প্রেমী
ঘুমিয়ে আছি দেখি না কো
অন্য আলোর ঝিকিমিকি,
হারিয়ে সর্বস্ব,হৃদয় শূন্য,
তোমাতেই আবদ্ধ বিন্দুতে পরিণত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much