২০ নভেম্বর ২০২০

শ্যামল রায়




সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে


চলে তো যেতেই হবে

তবুও যেন ভালো লাগে থাকলে

কিন্তু থাকেন না কেউই

থাকেন যারা সৃষ্টিকর্মে

তাদের বেঁচে থাকাটাই বেঁচে থাকা

সৌমিত্র চট্টোপাধ্যায় তার মধ্যে একজন।

শ্রদ্ধা জানাই অভিনেতা নাট্যকার

সর্ব গুণের অধিকারী প্রিয় মানুষকে।

কত অন্ধকারকে দূরে সরিয়ে

যাতায়াতে বিরাম ছিলনা তার

সাবলীল ভাষায় কত কণ্ঠস্বর শুনেছি

আজ  সংসারের সীমান্ত পেরিয়ে

নিরিবিলি জায়গায় অবস্থান করেছেন তিনি।

তবুও ভাবি তিনি আছেন থাকবেন

সকলের কাছে চিরটা কাল।

হাসিমুখ ,সকলকে আপন করে নেওয়ার

আন্তরিকতা ছিল সেই মানুষটির

সুন্দর কথার মধ্যে দিয়ে তার অভিনয়

এখনো যেন উজ্জ্বল নক্ষত্র

সাদা পাতা জুড়ে 

শুধুই অক্ষরে অক্ষরে তার মুখ

তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

শুধুমাত্র চোখ বুজে ঘুমিয়ে আছেন

আমরা শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন

অসংখ্য ঢেউ আমাদের স্বপ্ন দেখাবে আগামীতে

তাই স্মরণে রেখে শ্রদ্ধা সৌমিত্রকে।

                  (2)


সূর্য হয়ে থেকো

আমি তো বেশ আছি, ভালো আছি

অন্ধকার দেখে দেখে ।   তবুও

নদীর পাড় ভাঙ্গা শব্দ বন্ধ রেখে

উষ্ণতা খুঁজে নেবো

তুমি পাশে থেকো

সূর্য হয়ে থেকো।

এই পৃথিবীর সবকিছু সুন্দর

ভাবনাটার রকমভেদ হতে পারে

রং-তুলিতে নানান ছবি হতে পারে

তবুও আমরা চাইছি সুন্দরতা

বেঁচে থাকার জন্য স্বপ্নে মোড়া

সুন্দর একটা পৃথিবী---।

তাই কপূরের মত উবে যাওয়া

ভালোবাসা, গতিশীল চিন্তা, উন্নয়ন

চাইনা কখনো---

চিরস্থায়ী সবুজতা নিয়ে,

 নীল আকাশ দেখবো

এ পৃথিবীর সব কিছুই সুন্দর

আমরা সকলেই পাশাপাশি থাকবো

ভালোবাসাবাসিতে---

তুমি সূর্য হয়ে থেকো খুব কাছাকাছিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much