দক্ষরাজ-এর বাকি অংশ
আমার মা আমারই ভিতর পড়ে আছেন আলুথালু হয়ে যেমন আমি ছিলাম তার অতলে
কি গভীর পদ্মাসন,জলের বিন্দু নয়,তিন ভাগ জলে আমার পূর্ণ শরীর------মিস্ত্রির উলটো পথে হেঁটে প্রথমে প্রাণ তারপর জ্যোৎস্নার মতো সুন্দরী হরিণ
সেখানে হাত পা শরীর আমার দ্বিতীয় বিশ্ব, জোনাকির মতো জ্বলে সূর্য আর শত শত ঠোঁট ও আঁখি
বলেছ জাগো দেব,এই নাও সাজি ভরা ফুল------ছায়ার পিছনে আছে মায়া,প্রেমের চেয়েও অধিক তোমাকে দিলাম রূপ।
আমার মা আমার ভিতরেই আছেন,অভিযান ও নৃত্যে আমি শিবের মতো---বিষ্ণু হতে ধার নেওয়া ধারালো চক্র
তোমার মর্তে আসার অনুমতি তো ছিল না মা
তাই স্রোতে লেখা যত প্রবাহ তার অনেক বেশি ঝড় মেঘ ------নাক মুখ ঠোঁট, জিহ্বা হতে যোনী অবধি আমার আকাশ
ক্ষমতার চতুর্ভূজে এক নারায়ণী সেনা আমি,অহরহ সময়-ঘড়ির হাতে তুলে দিচ্ছি তোমার শস্যের একান্ন ক্ষীর।
আমার মা আমার ভেতরেই আছেন,শিরা হতে উপশীরা----শিশির মাখাতে সময় নিয়েছে অল্প সময়
আমার হৃদয়ে তাকে অগ্নি দিতে একা পারি নি,দল বেঁধে ব্রহ্মাণ্ডের আয়ু খেলাম দেহ নিলাম
শিবহীন পৃথিবীর জন্য কান্নাকাটি করো না আজকের নারী
আমাদের যাগযজ্ঞ আসলে সভ্যতারই নিঃশব্দে বলী হতে চাওয়া ছাগমুণ্ড ধারণের লক্ষ্যে-----মুখে না অক্ষর না শব্দ------
যদি পারো দক্ষের বাকি অংশ খেতে রান্নাঘরে আগুন ছড়াও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much