০৭ ডিসেম্বর ২০২০

আবদুস সালাম এর দুটি কবিতা


দেশ প্রেমিক

কথা বলতে ভয়ে মরি

দলে দলে মহল্লায় শকুন নামে

স্নান সেরে নিচ্ছি বিষন্ন রোদে


আমরা নগ্ন হতে চাই

এরপরে আর কিছু আছে?

ডুবন্ত পৃথিবীর আবেগ আন্দোলিত হয়

চোখের সামনে খেলা করছে রক্তাক্ত  ভারত


মৃত্যুরং এর টিপ পড়েছি কপালে

মৃত্যুতরঙ্গের ওপর ভেসে আসছে

দীর্ঘ শ্বাস রং এর উৎসব



প্রত‍্যাশা

আবদুস সালাম

হেমন্তের কুয়াশায় লেপ্টে আছে ব‍্যর্থ কথা

চিলের ডানায় লেখা তার রক্তাক্ত  আহ্বান

অতীত কথা বুনে চলেছে পরিশ্রমী শালিক


জীবনের ধার গেছে ক্ষয়ে

শিশিরজল ভরে চলেছি ক্লান্ত থালায়


বাঁকা চোখে তাকিয়ে দেখি রাতের যন্ত্রণা

ছেঁড়া মানচিত্রের উপর পড়ে আছে জীবনের আহ্লাদ


পাঁজর ছিঁড়ে লিখে দিলাম ভালোবাসার চিঠি

02/11/2019

1 টি মন্তব্য:

  1. এই সংখ্যা তে আমার কবিতা রাখার জন্য হার্দিক শুভেচ্ছা।
    সুন্দর সংখ্যা উপহার দেওয়ার জন্য সম্পাদক মহাশয় কে হার্দিক অভিনন্দন। আরো মননশীল লেখনী সমৃদ্ধ হবে আগামী সংখ্যা গুলো। এই প্রত্যাশায় রইলাম।

    উত্তরমুছুন

thank you so much