০৭ ডিসেম্বর ২০২০

পরাণ মাঝি



জয় হোক সব-ই তার


নীল আকাশে কত তারা খসে যায় চোখের পলকে

অষ্টাদশী চাঁদ ডুবে গেলেও ডেকে যায় তেমন ঝলকে।


যাকে ভালোবেসে করি হৃদয় বিনিময় 

ব্যাথাতুর এ ভাঙা হৃদয় --


সেটাই সব চেয়ে বড় সত্য। হোক না পতন তার 

যুগ যুগান্তর ধরে ভাবি জয় যেন হয় সবই তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much