০৭ ডিসেম্বর ২০২০

রিনাৎ সুলতানা



ধাপ্পা 

সোনার অঙ্গ জড়াইছো মনু 

পরের বসন দিয়ে, 

ভাবখানা এমন, ভাজা মাছ ও

খাওনা যে উল্টিয়ে!


উঠতে বসতে সূর্য দেখো 

আকাশ পেলে কই, 

সব ভুলে আজ পেতেছ মনু

চাঁদের সাথে সই।  


তোমার দেশের লতায় পাতায় 

কতই না ফুল ফোটে!

ছলচাতুরী করেই তবে তোমার 

কপালে অন্ন জোটে! 


মেঘবালিকা, জ্যোৎস্না দেখাও 

নেইযে কিছু বাকি, 

যতই দেখাও আকাশ, বাতাস

সবই তোমার ফাঁকি।  


জাতপাত কি পিঠে থাকে 

লেখা পোষ্টারে?

জন্তুর মতো মুখটা তোমার

কুৎসিত অন্তরে। 


সুযোগ পেলেই জায়গামতো 

লাগিয়ে দিবা কদু, 

পাব্লিকে তোমার সবই বোঝে 

সাজতে এসোনা সাধু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much