০৭ ডিসেম্বর ২০২০

মোঃ রুহুল আমীন



মাথায় পড়ল বাজ

হাটে আইছি বিসাতি কত্তি

      খতে নিয়ে হাতে

পকেটে আছে তিন শ টাহা

      কি হবেনে তাতে?


বউ কয়ে দেছ মিলা কিছু

    আনবা কিনে আজ

সেসব কুতা শুনে আমার

    মাথায় পড়ল বাজ।


নব্বই টাহা পেঁজের কেজি

    ঝাল একপোয়া ষাট

পঞ্চাশ টাহায় আলু কিনে

    পকেট গড়ের মাঠ।


এহন মাছ কেনব কি দিয়ে

     জিরে মশেল্লা নুন

ওষধ পত্তর না কিনলি তো

    হয়ে যাবানে খুন।


বউ যাবে কাল বাপের বাড়ি

    মাইয়ে যাবে সাথে

ছাবাল যাবে কোচিং কত্তি

   কি দিবানে হাতে।


যে কায়দায় বাড়ে চলেছ

    জিনিস পাতির দাম

এসব কুতা ভাবদি গেলি

    ছুটতেছ গার ঘাম।


আমরা যারা গরিব মানুষ

    কামই অনেক কম

আয় আর ব্যায় হিসেব করে

    আটকে যাতেছ দম।

=============================

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much