পিতঃ
কোথায় খুঁজিবো তোমারে হে পিতঃ
কোথায় খুঁজিবো তবে,
রয়েছো তো তুমি সারা বাংলা জুড়ে
হৃদয়ের অনুভবে।
প্রভাত রবির স্বপ্নে বিভোর
সারা দিনমান জুড়ে,
রক্ত শপথের পতাকা উড়িছে
বঙ্গ বেদীর চূড়ে।
স্বপন দেখিয়া কত যে জননী
করেছেন কোল খালি,
ত্যাগিয়া সেই সূর্য সেনারা
ভরেছেন ফুল ডালি।
তোমারই অমর সেই বাণী শুনি
দামাল হয়েছে দেশ,
লড়েছে সকলে জীবন বাজি রেখে
পৃথিবী হেরিলো অনিমেষ।
ফল্গুধারায় ভরিলো বাংলা
বিজয়ের উৎসবে,
বাহিরিয়া এলো আলোর ঝর্ণা
চেতনার গৌরবে।
রয়েছি বসে হেথা শুনিবার তরে
তব চরণের ধ্বনি,
শতবর্ষ পরে ফের জ্বলুক দীপশিখা
শুনি তার আগমনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much