০৭ ডিসেম্বর ২০২০

মমতা রায় চৌধুরী



আমার মা

'মা' শব্দটি উচ্চারণে আনে 

এক অনাবিল প্রশান্তি। 

'মা'-এর মধ্যে নিহিত আছে 

আদি সৃষ্টির শক্তি। 

আর 

আমার মা

আমার কাছে সর্বংসহা ধরিত্রী 

ত্যাগ তিতিক্ষার অপার প্রতিমূর্তি ।

আমার মা 

আমার কাছে প্রশস্ত আকাশে 

প্রস্ফুটিত নক্ষত্র রাজি

যার দ্বারা দূরীভূত হয় 

মনের অলিন্দে ঘনীভূত 

অন্ধকার চোরাবালি। 

আমার মা 

আমার কাছে প্রবাহিত স্রোতস্বিনী

যা সিক্ত ও নির্মল করে 

মনের প্রতিচ্ছবি। 

আমার মা 

আমার কাছে জ্ঞানের প্রথম পাঠশালা 

যার দ্বারা তৈরী করে 

ন্যায় নীতি আর্দশের কারখানা। 

আমার মা 

আমার কাছে এক অনন্ত জ্যোতি 

যা দিশা হারা মনের 

বন্ধু -সখা ও ভালোবাসার প্রতীক। 

আমার মা 

আমার কাছে প্রানের আশ্বাস 

ও মনের আনন্দ দায়ক শক্তি 

যা নিরুৎসাহ চিত্ত কে 

করে অপার শক্তিশালী।

আবার তিনিই আদ্যাশক্তি মহামায়া 

সকল অসুর দলনী শক্তি। 

'মা' - এর অশেষ গুণ মহিমা 

অবর্ণনাতীত ।

কারন

তিনি হোন সকলের বীজমন্ত্র। 

তাই বিশ্ব মাতৃ দিবসে,

তোমার প্রতি রইল অশেষ 

হৃদয়োৎসারিত শ্রদ্ধার্ঘ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much