০৭ ডিসেম্বর ২০২০

মধুমিতা রায়

 

অপেক্ষা 


প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি মেয়ে।

তিরিশ বছর আগেও ছিল

আজও দেখলাম

সে দাঁড়িয়ে।


কেমন করে হয়!

চোখে তেমনি অপেক্ষা আঁকা

তেমনি ছটফটানি শরীরী বিভঙ্গে

তেমনি হঠাৎ আনমনা।


তিরিশ বছর পরেও

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মেয়েটি

কিচ্ছু বদলায়নি, সংখ্যাদের টুকরো টুকরো করে

সে দিব্যি দাঁড়িয়ে আছে


অপেক্ষায়।

1 টি মন্তব্য:

thank you so much