০৭ ডিসেম্বর ২০২০

মোফাক হোসেন



এমন করে বলো না!


এমন করে বলোনা

আমি পারবো না

নীড় হারা পাখি আজ‌ও ওড়ে

ছায়ার বুক চিরে

নদী তীরে, শবের খোঁজে।


চাঁদ ডানা মেলে জড়িয়ে ধরে পৃথিবী

রাত জাগা সূর্যের আড়ে,

গন্তব্য স্থানে ছুঁটে চলে ট্রেন

ফুটন্ত ভাতের শহরে.......

এমন করে বলোনা, আমি পারবো না!


পরিযায়ী শ্রমিকের রক্ত স্নাত পথ ভেঙে 

জলের উঠোনে বিষণ্ণ রোদ আছড়ে পড়ে। পুরোনো বিছানা নতুন করে বিছিয়ে শুবে

আহত ইতিহাসের কলঙ্কিত পাতায়,

এমন করে বলোনা........।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much