০৭ ডিসেম্বর ২০২০

এম মাহবুবা মিজান পুর্নিমা

নষ্ট দেয়ালে কষ্টের প্রতিচ্ছবি


তোমার শরীর থেকে ভেসে আসবে 

কবি ও কবিতার গন্ধ,

রাজপথ হতে ভেসে আসবে শোকের গানের ধ্বনি

শহরে ভেসে বেড়াবে-নষ্ট দেয়ালের কষ্টের প্রতিচ্ছবি। 


পৃথিবী যখন ঘুমিয়ে যাবে নির্জনে

তুমি একাকীত্বের দরজা ভেঙে ফিরে আসতে চাইবে 

ভয়ে ভয়ে খুঁজবে আঁধারে রাত্রি নিশিতে একা একপক্ষ

ঘুমন্ত নগরীতে কার কাছে যাবে ? 


তোমার কান্নার শব্দে ছেয়ে যাবে আকাশ

চাঁদ ঢেকে যাবে আকাশের মেঘাচ্ছন্নতায়

আকাশও কেঁদে ফেলবে হঠাৎ। 


তোমার ভালোবাসা ফিরে আসবে না আর

ঢের কাঁদলেও না;

ভালোবাসায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শহরের অলিগলি ফুটপাত। 


সময় বেসময়ে শুধু কাঁতরাবে নীরবে

আবেশে জরানো ভালোবাসা আর তোমায় ডাকবেনা

ভালোবাসার কাছে হেরে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়বে মন!


শুধু রাজপথ, ফুটপাত,শহরের অলিগলি,টিএসসি চত্বর

আর

প্রিয় ক্যাম্পাসের  নষ্ট দেয়ালে কষ্টের প্রতিচ্ছবি রয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much