০৮ ডিসেম্বর ২০২০

রোজিনা রোজি



স্বপ্নচারিনী


আঁধার রাতে এক কাপ চা সাথে কিছুটা আবেগের ফোঁটা 

খুব ঘন হচ্ছে বজ্রপাত,

বৃষ্টির সাথে এসেছে প্রভাত । 

স্বপ্নের সাথে হয়েছে আলাপ,

ভাল বাসায় বাসায় কেটে গেছে রাত । 

'স্বপ্নচারিণী তোমার ছোঁয়ায় 

রঙিন স্বপ্ন বেঁধেছে আমায়'।


বেঁধেছে আমায় 

কাজল কালো আঁখি তোর 

বেঁধেছে আমায়

কিছুটা উত্তাপ যদি চলে আসে ভোর ।

সূর্যটা ঠিক উঠবে এখন 

রাতকে জানানো হয়েছে বিদায় 

সকালের সূর্য আমার হৃদয়টা কুঁড়েকুঁড়ে খায় 

ভালবাসা এই বুঝি আমার জীবন থেকে 

যায় হারিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much