না পাওয়ার খতিয়ান
রদ্দুর নয় নয় তারাদের আলো
থাক না নিকষ কালো
থাক না ব্যথার দিন -
থাক না আমার তার ছিঁড়ে যাওয়া বীন।
থাক না নিথর প্রাণ
থাক না বিবশ হৃদয়ে ব্যথার গান।
অশ্রু না হয় থাক না দু চোখ ভরে
আগল থাকুক আমার আঁধার ঘরে
থাকুক তমসা নিশা
থাকুক সমুখে অসীম গহন দিশা।
ছিঁড়ুক পালের রশি
থাকুক কৃষ্ণ পক্ষের একাদশী
থাকুক না ঝরা ফুল
থাক না পেছনে জীবন ভরানো ভুল।
থাকুক ভাটার টান
থাকুক জীবনে ক্ষতি ভরা ক্ষতিয়ান।
থাকুক সমুখে সঙ্গী বিহীন পথ
স্বপ্নে থাকুক দিবসের মহরত।
থাক না থাক না জীবনে জমাট কালো
রদ্দুর নয়, আঁধারই আমার ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much