০৮ ডিসেম্বর ২০২০

নীলাচল চট্টরাজ



সূক্ষ্ম শরীর 

অনুভূতি -চৈতন্যস্পর্শেই পায় চেতনা 

অতি সূক্ষ্ম অনুভূতি করে অনুপ্রবেশ 

আকাশ থেকে প্রাণে 

প্রাণ থেকে দেহে l 

সত্তা ও জ্ঞান-আলোকিত হয় প্রাণ স্পন্দনে 

পঞ্চভূতে উত্পত্তি হয় মায়াজাল l 

উদ্ভাসিত হয় হয় -স্বতন্ত্র অস্তিত্ব l 

উনিশ অবয়বে অনুগত সেই চৈতন্য

জ্ঞানেন্দ্রিয় হয় অপরাজেয় -সৃষ্টির অলক্ষ্যে 

সূক্ষ্ম শরীরে হয় প্রতিবিম্বিত 

বিশ্ব ব্রহ্মান্ডের প্রতিচিত্রিত মহারূপ 

মহা প্রলয়ের সৃষ্টি লীলা l 

বিজ্ঞানময় , মনোময় ,প্রাণময় 

বাসনাময় - জৈবিক আঁধারে -

ওম্ ধ্বনি হয় - অনুরণিত l 

পরমায়ু ভূতির উপাসনাস্থল l 

মহা বিশ্বের অগোচরে - সৃষ্টিতেই লয় ;









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much