রুমাল
রুমালের চতুর্দিকে ভরানো ছিল -কারুকার্যে,
প্রতিটি নকশায় ফুটে উঠেছিল
দেশীয় শিক্ষা-
সংস্কৃতির প্রেক্ষাপট
---' রুমাল থেকে এক অদ্ভূত সুবাস ছড়িয়ে পরতো বিশ্বের কোনায় কোনায়-
এই ঘ্রান নিতে এসেছে মৌমাছি ,প্রজাপতি------
তারপর যখন এল সারি সারি লাল পিঁপড়ের দল -
রুমালের বিভিন্ন স্থানে-
কারুকার্য কেটে ছিঁড়ে
করে দিল একাকার-
সংস্কৃতির সৌন্দর্য হল
চূর্ণবিচূর্ণ ।
রুমালের বিভিন্ন স্থানে -
এলোমেলো ভাবে কেটে-
কয়েকটা টুকরো বানিয়ে দিল।
শিক্ষা সংস্কৃতির কাটাছেঁড়া রূপ- বিচ্ছিন্ন টুকরোর বিভিন্ন-
স্থানে বিরাজমান।
সুন্দর সুবাসের পরিবর্তে -
রুমালের ছেঁড়া অংশ থেকে- বার হয় দুর্গন্ধ,
বিচ্ছিন্ন রুমালে আজও
হানা দেয় লাল পিঁপড়ের দল।
আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়-
আরও টুকরো টুকরো করতে,
সংস্কৃতি মনস্ক মানবিকতা -
রুখে দেয় এই কু-প্রয়াস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much