০৮ ডিসেম্বর ২০২০

দেবীকা সেনগুপ্ত

 

অনন্ত বসন্


  দুরন্ত বসন্ত, জাগ্রত অনন্ত আহ্বানে।

   নব গুন্জরনে , আজি ফাগুনে ,

   হৃদয় জুড়িয়ে,মন ভুলিয়ে, দিশা হারিয়ে।

   নিজ মাধুরী মিশিয়ে, বিশ্ব ভূবন মাঝারে।

   সকরুণ নিবিড় বেদনা , বনমাঝে ।

   ঝরিয়ে পল্লবে , করুন বেদনা বাজে ।

   তবুও ব্যাকুল হয়ে আকূল, আগত সৌরভে ,

   শাখায়-শাখায় , মুকুল সাজায় , গৌরবে ।

   দখিনা পবনের , সুঘ্রানে তার, 

   মনের দুয়ারে, তোলে ঝঙ্কার ।

   আজি বসন্ত, অনন্ত এই ফাগুনে ,

   নিদারুণ ভালোলাগার , উষ্ণ বাতায়নে ।

   কতো কল্পনায় জাল বোনে,  মধুর আশায়, 

   অনন্ত বসন্তের, আগুন জ্বালানো ভালোবাসায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much