০৮ ডিসেম্বর ২০২০

নীলাঞ্জন কুমার



সৎকার 

না হয় সৎকার হোক নীরবে 

নিজস্ব পুরীষ আপন খেয়ালে, 

তারপর একদিন ফিরে আসুক 

পবিত্র পুরুষ ।


পান্ঞ্চজন্য বাজিয়ে জানিয়ে দাও 

সে সমাচার,  মানুষ জানুক 

কিভাবে অবতরণ হয় মাহেন্দ্রক্ষণ ।


অশ্লেষা মঘা পেরিয়ে পেরিয়ে 

তবেই তো উঠে আসে সারাৎসার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much