মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
সৎকার
না হয় সৎকার হোক নীরবে
নিজস্ব পুরীষ আপন খেয়ালে,
তারপর একদিন ফিরে আসুক
পবিত্র পুরুষ ।
পান্ঞ্চজন্য বাজিয়ে জানিয়ে দাও
সে সমাচার, মানুষ জানুক
কিভাবে অবতরণ হয় মাহেন্দ্রক্ষণ ।
অশ্লেষা মঘা পেরিয়ে পেরিয়ে
তবেই তো উঠে আসে সারাৎসার ।
thank you so much
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much