০৮ ডিসেম্বর ২০২০

রীনা দাস



এখন

এখন প্রকৃতি তার রূপ,রং

দিন দিন পাল্টায়

সময় ও সময়ের সাথে 

দিন,মাস বদলায় ৷


এখন বাতাস ভারী হয় 

বোমা বারুদের গন্ধে

দিনের আলো না নিভতেই

নেমে আসে সন্ধ্যে ৷


এখন দূষণের দুঃসহ স্পর্দ্ধা

বিস্মিত করে ধরণীকে

সবুজের মিছিল থমকে দাঁড়ায়

সন্ত্রাসীদের চাবুকে ৷


এখন প্রতিবাদ মাথা কুটে মরে

প্রতিদিন প্রতি ঘরে

তরুণ তরুণীরা স্বপ্নে বিভোর

আক্রান্ত মোবাইল জ্বরে ৷


এখন সংকীর্ণতার ঘূর্ণীঝড়ে

হাবুডুবু খায় মানবতা

হৃদয় ভেঙে চুরমার হয়

আঁতকে ওঠে নিরবতা ৷


এখন সভ্যতা প্রতি বছর

দ্রুত গতিতে এগিয়ে

উদ্ভিদ জগৎ দিন দিন

যাচ্ছে নিরবে হারিয়ে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much