১৭ আগস্ট ২০২১

রেবেকা সুলতানা (রেবা ) 


শুধুই তোমার ফাঁদে পড়তে রাজি। 


 তুমি যদি আমার ঠেলে দাও অগ্নিতে, 
বিনা চেষ্টায় মরে যাব চিরতরে 
মৃত্যুর ভয় করে নেবো যে আগেই বিয়োগ। 

 তুমি যদি আমার বলো চলো ডুবে যাই নদীতে, 
 বলবো আমি নদীতে নয় চলো প্রেমের সাগরে ডুবে মরি। 

 তুমি যদি আমায় অবহেলার কালো মেঘে ঢেকে দাও 
বুকের ভিতর টা শিলা বর্ষনের আঘাতে হয়ে যাবে খানখান। 

 শিলা গুলো একটা সময় গলে গিয়ে তৈরি হবে বিশাল জলাশয়। 

 তুমি যদি আমায় পিশে করো ধুলোবালি অসহায়ের মতো এপথ থকে ওপথে উড়ে উড়ে যাবো আমি।

 স্মৃতি গুলো খুঁজে ফিরবে তোমায় এই পথের মাঝে। 
ব্যাথা জমে কালো চোখ নিদ্রা আসেবেনা কভু বেদনার অশ্রু ফোঁটা গড়িয়ে আসবে দুটি চোখে দূর থেকে তোমার কথা বড্ড কানে বাজেবে 
আমি তখন তলিয়ে যাবো তোমার কন্ঠস্বরে। 

 নিমেষেই ঢোকগিলে আবার নিরব হরে যাবো ফুলে ফেঁপে উঠেবে কন্ঠনালির অগ্রভাগে। 

 তুমি যদি আমার ছিঁড়ে দাও পাখা 
পড়তে পড়তে জড়িয়ে ধরবো তোমার শাখা 
যদি শাখা থেকে তুমি ফেলে দাও নিচে 
তখন শক্ত করে জড়িয়ে ধরবো তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much