১৭ আগস্ট ২০২১

আইরিন মনীষা 


অসময়ে এলে তুমি 


দুই যুগ পরে কেন এলে তুমি 
জবাব কি দিবে তুমি মোর জানা নেই, 
অসময়ের এক সারথী হয়ে ঝরাপাতার কাছে তুমি 
কেনই বা আসলে বৃষ্টি ভেজা এই সব্ধ্যা গগণে?  

আমার সমস্ত আশা আকাঙখা দুমড়ে মুচড়ে দিয়ে 
গিয়েছিলে ফিরে তুমি একদিন এমনই এক সন্ধ্যায়, 
আমার স্বপ্ন গুলো ভেঙে খান খান হয়েছিলো 
প্রচণ্ড বেগে ঢেউয়ের তাণ্ডব বয়ে গিয়েছিলো সুকুমার মনে। 

 অনেকদিন পক্ষাঘাত গ্রস্থ হয়ে পড়েছিলাম বিছানায় 
অশ্রু গড়িয়ে পড়তে পড়তে এক সময় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলি, 
খাওয়া দাওয়া ভুলে গিয়েছিলাম বলে শরীরটাও জীর্ণ শীর্ণ 
 এক বিষাক্ত অতীতের সাক্ষী হয়ে এখনো বেঁচে আছি। 

 তুমি তো ঘর সংসার সবই করলে মনের খেয়ালে 
আর সুখেই ত ছিলে আমি যতটুকু জেনেছি, 
 কিন্তু আজ হঠাৎ কি মনে হলো তোমার 
 আমার কাছে চলে এলে উদভ্রান্তের মত হয়ে? 

 তবে কি তুমি অনুশোচনার অনলে পুড়ে ছারখার হয়ে 
 আমার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করতে এসেছো? 
তা বেশ তাও দিলান তোমাকে কারণ এর,চেয়ে বেশি কিছু নেই 
যা আমি তোমাকে দিয়ে একটু প্রশান্তির ছোঁয়া দিতে পারব। 

কোথায় ছিলো তোমার প্রতিশ্রুতি সেদিন 
 যেদিন আমার স্বপ্ন সাধ ধূলিস্যাৎ করে চলে গিয়েছিলে? 
 তাইতো হয়নি আমার আর সংসার দুটা আত্মার মিলনে 
তবে হ্যাঁ এখন এতিমদের নিয়ে ভালোই আছি আমি আমার মতই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much