ছুঁয়ে যাও
এখানে সোহাগী রাত ঘোমটার নীচে---অপেক্ষায় আছি মন ।
গভীর নীরবতা আমাকে শিখিয়েছে আরো গভীরে তোমার অনুভবে মিশে যেতে।
সমুদ্র লোনা বাতাস যেন তোমারই
ফেলে আসা আরামী নিঃশ্বাস,
আদরে আদরে জড়ায় আমার গোটাটা শরীর।
স্নায়ুতে স্নায়ুতে রশির টানাটানি,
সমস্ত শিরা ধমনী জুড়ে রক্তের উদগ্রীব লাফালাফি।
হৃদপিণ্ডের কানে কানে অবিশ্রাম
তোমারই ফিসফিস কথা।
একবার এ আঁধারে ছুঁয়ে যদি যাও মন ; আমার এ গাঙ ভাসি মনে,
ঢেউ হয়ে বার বার ভেঙে যাব তবে: তোমার হৃদয় তটভূমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much