আঁচল ভেজা বর্ষা
বৃষ্টি ভেজা জোস্ন্যা রাত,
আকাশের নক্ষত্র গুলো জানে,
রাঙা সূর্য্যের প্রভাত কত দূর ।
কাজল কালো আঁখির কোনে,
ঝরে বাদল দিনের বৃষ্টির ফোঁটা,
যেন বর্ষায় দেখা প্রথম কদম ।
রঙিন খোপা খুলে গেছে,
কখন যে বৈরী হাওয়ায়,
ভিজে গেছে কোমল পিঠের পরে,
মেঘে ভেজা কালো চুল ।
ঝিরি ঝিরি মেঘের ছোঁয়ায়,
সাদা আঁচল খানি ধূপছায়া ময় ।
ভেজা উর্বসী কমল ফোঁটা দেহ,
শরীরের ভাজে ভাজে লেগে আছে,
ভেজা ভেজা নরম পরশের আঁচল খানি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much