১১ ডিসেম্বর ২০২০

হা‌বিবুর রহমান হা‌বিব



আঁচল ভেজা বর্ষা

বৃ‌ষ্টি ভেজা জোস্ন‌্যা রাত,

আকা‌শের নক্ষত্র গু‌লো জা‌নে, 

রাঙা সূ‌র্য্যের প্রভাত কত দূর ।

কাজল কা‌লো আঁ‌খির কো‌নে,

ঝ‌রে বাদল দি‌নের বৃ‌ষ্টির ফোঁটা,

যেন বর্ষায় দেখা প্রথম কদম ।

র‌ঙিন খোপা খু‌লে গে‌ছে,

কখন যে বৈরী হাওয়ায়,

ভি‌জে গে‌ছে কোমল পি‌ঠের প‌রে,

মে‌ঘে ভেজা কা‌লো চুল ।

ঝি‌রি ঝি‌রি মে‌ঘের ছোঁয়ায়,

সাদা আঁচল খা‌নি ধূপছায়া ময় ।

ভেজা উর্বসী কমল ফোঁটা দেহ,

শরী‌রের ভা‌জে ভা‌জে লে‌গে আ‌ছে,

ভেজা ভেজা নরম পর‌শের আঁচল খা‌নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much