১১ ডিসেম্বর ২০২০

ইসরাত জাহান, নিরু


নষ্ট সময় কষ্ট দেয়


একটা ব্যাক্তিগত অভিমান, দেয়াল

তুলে দিলো ভালোবাসার 

নির্ভরতার অভিমান,

বিশ্বাসের অভিমান,

একটা বৃত্তহীন অভিমান,

মরুদ্যানের জলের আলিঙ্গনের অভিমান।


অভিমানের দোয়েল, শীষ দেয় বুকের মাঝে;

অভিমানের ভগ্নস্তুপে দাঁড়িয়ে নিঃসীম শূন্যতা,

সহজেই ছুড়ে ফেলা যায়, এমন অভিমান হত;

যদি অভিমান গুলো জলে ভাসিয়ে

বলে ফেলো, আমারো বলার ছিল,

কিছু সুখ বাকী ছিল

তোমাকে দেবার মত!

যদি বলো, আমারো ভালোবাসা ছিল!

কন্ঠলগ্ন হয়ে প্রেমের সংঙ্ঘা ছিল

তুমি যে আমার মনের মত।


একরাশ স্নিগ্ধতা হাতে নিয়ে যদি বাড়াও হাত,

যেখানে অনন্ত এক কষ্ট হীন জীবন,

এমন অনেক কিছু হয়ত বা কখনো দেবার ছিল।

যেখানে দুঃখের উল্টোপিঠ

রাগ আর ঘৃনার উল্টোপিঠ।

চিরসুখী হই, স্বাগত জানাই সেই সুর;

রঙিন রথে অভিমান ভেঙ্গে,

আমরাও উড়ে, যাই বহুদূর।

২টি মন্তব্য:

thank you so much