১১ ডিসেম্বর ২০২০

মুন চক্রবর্তী



নিরক্ষর


অক্ষর বিহীন হলে নিরক্ষরতা 

অক্ষর পথে অবক্ষয় ছুটছে বিশ্ব ত্রাসে।

কতগুলো ইট পাথরে দাঁড়িয়ে থাকা ঘর

চারিপাশ শূন্য আবেগ বিবেক তো মরে গেছে।

বড় বড় ইউনিভার্সসিটির ডিগ্রির গোপন ফাইলে 

অক্ষর বিহীন ভালোবাসা ঝরা পাতার আলাপ।

লক্ষ কোটি বুক স্লেফে মানবিকতার অট্টহাসি

নিরক্ষর লাঙল কাঁধে,চিৎকার শিক্ষার অরাজকতার।

হত দরিদ্র সময় সংঘর্ষে, গাছের পাতায় লিখেছিল

নিরক্ষরতার অভিশাপ মুক্তির পথ,দীপান্তরের ছাল বাকলে।

অক্ষর আজ অস্ত্র বারুদ যুদ্ধের শেষ শিক্ষকতা

শিশির বিন্দুতে ঘাম ঝরে যাদের,সত্যি!নিরক্ষর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much