১১ ডিসেম্বর ২০২০

শিরিন আক্তার



রঙিন দেশ


ধ্যানে তুমি, মনে তুমি 

স্বর্ণশস্যশালিনীর দেশ।

ধ্যানে তুমি,মনে তুমি

  স্বাধীন বাংলাদেশ।


রক্ত -নদীর উজান বেয়ে, 

অনন্তপানে কেতন,তুলে;

জয় বাংলা, জয় বাংলা 

বলে,এসেছিলে তুমি।


ত্রিশ লক্ষ প্রাণ, আর

লক্ষী বোনের, সোনা মায়ের, 

ইজ্জতটা বিসর্জন করি,

বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। 


আজ! প্রভাতোর ঐ আদিত্য ;

নিশীথ রাতে পূর্ণ মাসীর 

আহ্লাদের মতোই এদেশ।

শিল্পীর সুর,ছন্দে রেস।


বসন্ত পূজারী, আর 

ভরা নদীর স্বাধীন চেতা, 

বিজয়ী রঙে- রঙ্গিন দেশ

আমার প্রাণের বাংলাদেশ।

1 টি মন্তব্য:

thank you so much