ইচ্ছে মতি
তোমার কাছে একটা সন্ধ্যা চেয়েছিলাম...
তুমি পাঠালে রাত্রি..
বললে, সন্ধ্যেটা এঁকে নিতে...
তোমাকে একটা জ্যোৎস্না চাইলাম
তুমি দিলে একটা অস্বচ্ছ মন
বললে, ওখানে জ্যোৎস্নাকে খুঁজে নাও..
আমি নদী হতে চেয়ে, প্রত্যাশায় চেয়ে রইলাম তোমার পানে,
তুমি সাগর পাঠালে...
বললে নদীতে ভেসে কি হবে?
সাগরে সাঁতার কাটতে না জানলে ??
আমি ঝড় হতে চাইলাম,
তুমি ঢেউ তুলে আছাড় মারলে পাড়ে..
বললে , দেখ সামলাতে পারো কিনা??
ঝড় হয়ে কি করবে ??
চিৎকার করে বললাম, তাহলে একটা অন্ধকার দাও...
তুমি হেসে বললে, আলোর খোঁজ পেলে না, অন্ধকার নিয়ে কি করবে ??
তাহলে তোমাকে দাও.. তোমাতে বিলীন হই...হারিয়ে যাই জাগতিক ইচ্ছা থেকে..
তুমি একটা আয়না দিলে...
বললে দেখ, তুমি আর আমি আলাদা নই....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much