আর যেন না শুনি ধর্ষিতার আর্তনাদ
পৃথিবীর একজন মাত্র নারী
যে শুধু আমার প্রিয়তমা
অন্য সব নারী আমার বোন
কন্যা নয়তো আমার মা।
মায়ের মমতা বোনের আদর
নয়তো কন্যার ভালবাসা
মিষ্টি মধুর মায়া ভরা ডাকের
কত যে মিষ্টি সেই ভাষা।
ধর্ষক তুমিও তো নারীর সন্তান
কিংবা হয়তো কারো ভাই
নয়তো কারও পিতা হও তুমি
সেই হিসাবটা তোমার নাই?
রাস্তা বাজার আর শহর নগরে
যেসব নারীরা চলে রোজ
তারাও কারো মা বোন কন্যা
রাখনা কি এসব খোঁজ?
এতকিছু জেনেও নারীর প্রতি
সহিংসতা চালায় যারা
মানুষ রুপের অমানুষ সবাই
এই সমাজের কীট তারা।
গর্জে ওঠ সব দামাল ছেলেরা
একসাথে করো প্রতিবাদ
আর যেন না শুনি কখনো
কোন ধর্ষিতার আর্তনাদ।**************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much