সংসার
জন্মিলে মৃত্যু ডাক পারে । শিশুমন একপা একপা করে লিখে গল্প জীবনের । 'আগডুম বাগডুম' খেলার বয়স থেকেই হাতেগোনা কয়েকটা নুড়ি পাথর নিয়ে দাগ টেনে 'কাটাকুটি' খেলি । ঘাড়ে বই এর বোঝা বহন করার সময় হলেও ধানক্ষেত, লাঙল গরু আমাকে পিছুটানে সংসার ধর্ম বইতে ।
আমি বড় হয়ে গেছি বুঝতে বুঝতে মাথার কালো চুল সাদা হয়,
আমি ভুলে যায় জীবনের রঙধনু;
আমার হারানো প্রেম আলেয়ার ফাঁদে পড়ে কবরগাহে গভীর নিদ্রাযাপন করছে ।
সময় হয়নি এখনো স্বস্তি ।
গতকাল রাতে উনুনের ধারে বসে শীতকে পরাজয় করবো ভেবে আগুন নিয়ে খেলা করছি,
ফজর আযান হলেই আমাকে ছুটে যেতে হবে লাঙল হাতে
আমার সংসার,আমার জীবন সংগ্রাম
আমার হৃদয়ের আগুন জয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much