সবাক চিত্র
আজকাল দিনগুলো কেমন যেনো
হেলায় হেলায় কেটে যাচ্ছে।
রাত ফুরিয়ে সকাল, দুপুর লম্বা হয়ে বিকেল....
এর পর মৃদু পায়ে আসে সন্ধ্যা।
বেলাগুলো একে একে
চলে যাচ্ছে সময়ের সাঁকো পেরিয়ে।
আমাকে বিমর্ষ দেখে আমার এক বন্ধু বললো-
জীবন জীবিকার কথা , ঘর গেরস্তের কথা অনেক তো হলো।
এবার খানিকটা নিজের কথা বলো।
আমি ভাবনার করিডোরে তড়িৎগতিতে হেঁটে আসি।
তোমাকে ভিন্ন কিছুই দেখতে পাই না অতীত স্মৃতির ঝালরের দিকে দৃষ্টি মেলে ।
কখন যে সিঁড়ি ভেঙ্গে নামে খেয়ালগুলো,
স্থবির মূর্তির মতো দৃষ্টি আটকে যায় প্রাচীন দেয়ালে।
ফেলে আসা ক্ষণগুলো বিমূর্ত হয়ে ফোটে।
চিত্রায়িত হতে দেখি আমাদের যৌথ সময়ের
আনন্দ বেদনার অবাক কাহিনী।
দেখতে দেখতে আমি স্মৃতির ঐশ্বর্য্যের মাঝে
নিজেকে হারিয়ে ফেলি।
বন্ধুকে কী করে বলি.......
হারায়নি যে কখনো কিছু,
তবে সে পায়ও নি কখনো কিছুই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much