১০ ডিসেম্বর ২০২০

আইরিন মণীষা



বেকার জীবন 


অভিশাপের অপর নাম

বেকার নামক জীবন, 

থাকে না তার কোনো দাম

দুঃখেই নিত্য যাপন। 


আকাশ সমান দুশ্চিন্তা

ভবিষ্যৎ নিয়ে  ভাবনা,

রাজ্যের যত   কুচিন্তা

বাড়ায় শুধু তার  যাতনা



মিলেনা হিসেব জীবনের

হয়না পূরণ তার সাধ,

অনিশ্চিত সময় আগামীর

ইচ্ছেঘুড়ি পায় যে বাঁধ। 


কিছু মায়া  ও কিছু ছায়া

মরীচিকার পিছে ছুটে, 

বেকার জীবন খাটায় কায়া,

সুখ যদি কিছু জুটে। 


আশায় থাকে আসবে সুদিন

কাটবে সময় ভালো ,

ঘুচবে হয়ত বেকারের দু'দিন 

আসবে জীবনে আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much