১০ ডিসেম্বর ২০২০

আবদুল মালেক



যাওয়ার বেলায়


দেবশিশু পথ ভূলে এসেছি চলে

কাদামাটি মেখেছি সারা গায়ে

শেষ বিকেলের শীতের রোদ্দুর

গায়ে মেখে আল পথ ধরে

হেঁটেছি অনেক টা পথ ।


ডালা ভরে কুড়িয়েছি 

রাশি রাশি ফুল

যাওয়ার বেলায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much