দুঃস্বপ্নের রাজত্ব
তোমার এই আশাতিরিক্ত পরিবর্তনে
আমার আজন্মকালের নক্ষত্রমুখী স্বপ্নগুলো
আঁধার ছায়াপথে দিকভ্রান্ত হয়
আত্মাহুতি দিয়ে ধূলোয় লুটিয়ে পড়ে,
থেমে যায় ইচ্ছেপাখিদের সোনালি ডানার উড়ান!
দিন বদলের পালায় নিষ্প্রাণ হয়েছে আবেগ
রঙহীন বিবর্ণতায় নির্জীব সব প্রেমানুভূতি
এককালের প্রনয়ী কামনার উচ্ছ্বাসও
এখন বেগানা আড়ষ্টতায় বুকের রুদ্ধ খাঁচায়
আর্তনাদে গোঙায় অসহ্য বোবাকান্নায়।
এখন প্রেমের পিঠে সবুজহীন ডালপালায়
রুক্ষতায় জেগে ওঠে শুধুই প্রয়োজন,
অবহেলার আবর্জনার দুর্গন্ধে ঢাকা পড়েছে
ভালোবাসার অমিয় সুবাস।
আজকাল আর স্বপ্ন দেখা হয় না
জাগ্রত নয়নে কিংবা রাতঘুমেও
এখন মন ও মননে কেবল দুঃস্বপ্নেরই রাজত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much