দু:খ আমার মাথার মুকুট
দু:খ আমার মাথার মুকুট
কষ্ট আমার জ্বালা।
ভুল বুঝে চলে গিয়ে
আমায় করলে শুধু হেলা।
বন্ধু ভেবে তোমাই আমি
হৃদয়ে দিয়েছিলাম ঠাঁই,
ভালবেসে ভুলে গেলে
একি তোমার প্রতিদান!
মিথ্যা তোমার ভালবাসা
নষ্ট তোমার মন,
ভালবেসে ভুলে বন্ধু
রেখে গেলে স্মৃতি।
ভালবেসে যতন করে
রেখেছিলাম বুকে,
তিলে তিলে মনটা পুড়ে
অন্তর করলি কালা।
যত্ন করে দিলাম লিখে
রত্ন করে রেখ,
আমার কথা মনে হলে
বইখানি খুলে পড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much