১১ ডিসেম্বর ২০২০

দেওয়ান ইকবাল



জনম জনমে পিছু পিছু


দুঃখ তুই কই থাকিস রে

তুই লুকাস কোথায়  

মন পিঞ্জিরায় নাকি ঘরের কোনায়? 

তুই মন ভাঙ্গিস নাকি 

মনের সাথে পাল্লা দিয়ে

মন পিঞ্জিরায় বাসা বাঁধিস?   

তোর জন্ম কোথায়?  

আদি নিবাস কোন অঞ্চলে?  

নিরবে ভিজাস চোখের পাতা। 

তোর আদি-অন্ত কোথায়?  

দল বেঁধে চলিস নাকি একা একা?  

অতি সংগোপনে ভাবনায় মিলাস  

সযতনে স্বত্বার সম্ভারে জাগিয়ে তুলিস  

বিচিত্র অনুভূতি দেশ থেকে দেশান্তরে। 

হৃদয় ক্ষত করিস জম্ম থেকে

মৃত্যু অবধি হার না মানা সংগোপনে।  

হিয়ার মাঝে লুকিয়ে আবিষ্কার করিস

জনম জনমের মহাশ্মশান।   

নাড়ীর টানে অস্তি মজ্জা বিস্ফোরণ ঘটাস

প্রতি কনা রক্তের সঞ্চালনে 

প্রবাহিত করিস তা শিরায় শিরায়।      

শেষ বিদায়ের দিনেও 

তুই  ছারিস না পিছু  

অবলিলায় সদলবলে নতুন এক

পৃথিবী গড়ে রেখে যাস  

অন্য এক কষ্টের উপলদ্ধিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much