১১ ডিসেম্বর ২০২০

সুমী শারমীন



প্রাক্তন


হঠাৎ কোন পাতাঝরা  বৈরী বাতাসে

যদি দেখা হয় তোমার সাথে 

চিনবে কি তুমি! 

ডাকবে কি পুরোনো আবেগের মিশেলে দেওয়া ভালোবাসার 

গোপন প্রিয় নামে ;

তাকাবে কি আগের মুগ্ধতায়,

নাকি,চশমার ফ্রেমে আটকে যাবে

চালশের মোহাচ্ছন্নতার ঘোর।


ঝুম বৃষ্টি সন্ধ্যা, কনে দেখা আলো 

পাতা ঝরা বিকেল,কিংবা

আলো আঁধারীর ডুবসাঁতার 

সবকিছু  কি ভেসে উঠবে

আর্কাইভ ক্যানভাসে।


যদি চোখ ভিজে যায়

অবেলার যমুনায়

তাহলে কি মুছিয়ে দেবে

যন্ত্রণাকাতর অশ্রুফোটা।

যে জলের লিখনে

 ছিলো না কোন ভুল,

ছিলো শুধু  হৃদমোহিনীর সুখবিসর্জন।


তোমাকে হারিয়েছি,নাকি

হারিতে জিতেছি

সে হিসেবটা তোলা থাক না হয়,

কোন এক কোজাগরী 

নিভৃত রজনীর জন্য।। 


ধ্রুপদী অস্পষ্টতায় কে কার থেকে

হয়েছি বিপন্ন বিচ্ছিন্ন, 

বড্ড গোলমেলে

 সে হিসেবের হালখাতা।। 


শুধু জানি,ভালোবাসায় ভরপুর

আমার তুমি আজ বড্ড অচেনা।

আজ আমার একটা চমৎকার 

উপাধি যুক্ত হয়েছে,উপমার আধারে

দুঃখবিলাসী প্রাক্তন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much