বন্ধুর প্রতি
ব্যর্থতার ভীড়ে হারানো নিজেকে আবারও খুঁজতে চায়,
ভাঙা স্বপ্নের টুকরো তুলে আবারও গড়তে শেখায় ।
জানে সে, হয়তো লড়ব আমি আবারও হাত বাড়ালে,
সেইতো জানে কত কষ্ট লুকিয়ে আছে হাসিমুখের আড়ালে।
আমার কাজে কখনও কখনও সে রাগে, আমি জানি,
তবুও আমায় একলা ছাড়তে সে যে বড্ড অভিমানী।
সারাদিন যার খুনসুটিতে আমিও হাসিতে মাখি,
দিনের শেষে অশ্রুপাতেও তার কাঁধেই মাথা রাখি।
হাসি ঠাট্টা বেধে রাখি আড্ডাতে যার,
আমার লড়াইয়ে লড়াকু সে বন্ধু আমার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much