পাখির পরিবার
ঘুরে ঘুরে গ্রাম ঘুরে
আমি চলি পাখির খোঁজে ।
সেজে সেজে সং সেজে
ঘড়িতে পাঁচটা বাজে ।
বনে-বনে ঝোপে ঝোপে
কতো পাখি সেজে থাকে ।
তারা সব জেগে ওঠে আর
খ্যাদ্যের আহারে ছুটে ।
ঝাকে-ঝাকে একে-বেঁকে
ছবি আঁকে খোলা আকাশে ।
পথে ঘাটে জানালাতে বসে
গান ধরে সরু ঠোটে টান দিয়ে ।
সন্ধের ধ্বনি পেয়ে তারা
ছুটে সব নিজ নিজ বাসাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much