২২ অক্টোবর ২০২১

গোলাম রববানী




ঘাতকেরা থেকে গেছে
 

কী বলবো আর -
যা বলি তা-ই তো যন্ত্রণার হার,
হেমলক বিষের-ই মতো 
ঘাতকেরা থেকে গেছে মেরে বহুদূর-
তবুও মুগ্ধ করে ক্যানো বারংবার
ধুতরা ফুলের শুভ্রতা-

যন্ত্রণার মাঝে আছে দীর্ঘশ্বাস 
আর চিতানলে পড়ে থাকা ছাইপাঁশ..

২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/ কেশবপুর, যশোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much