দলীয় ইস্তাহার
দলীয় ইস্তাহার প্রতিশ্রুতিতে ভরা
এনেছে একটা দারুন চমক----
পটে আঁকা ছবির মতোই সুন্দর সুন্দর দেবালয়
ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে
শহরে, মেট্রোপলিটনে ,বন্দরে সর্বত্রয়
এবং সেই সব শহরের প্রবেশ পথে
আকাশ ছোঁয়া স্মৃতিসৌধ গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে
উপরের দিকে হাত তুলে যেন আহ্বান জানাচ্ছে,
একবার হলেও ঘুরে যেতে
এই," মন্দির শহর" কিংবা,"মন্দির দেশ"।
মন্দির প্রাঙ্গণ লোকে লোকারণ্য
পর্যটকের কোলাহল আর হকারের শ্লোগানে মুখর
যেন সারা শহর খুশির জোয়ারে ভাসছে।
রাত্রিকালীন জোয়ারের প্রাবল্যতায় সৌন্দর্যায়ন
এবং বিজলী বাতির আলোর রোশনাই
যেন নির্মেঘ আকাশের চাঁদ নীচে নেমে এসেছে
কাঁটাতারে ঘেরা বাগিচার এক উঠোনে
পূর্ণিমা রাতে সবাইকে ভালোবাসতে।
হুরির দল নেচে গেয়ে ভরিয়ে তুলছে
সারা দেশ,সারা শহর।
মন্দিরের এক্কেবারে বাইরের দিকে
দূর থেকে মরিচীকার মতো সবার মূর্তিভ্রম ঘটে---
রাস্তার দুই ধারে কাতারে কাতারে ধূলোয় ঢাকা মূর্তি গুলো একটা ছেঁদা থালা হাতে নিয়ে
দাঁড়িয়ে আছে কিংবা বসে রয়েছে।
সবাইকে অবাক করে
যখন তারা দুটো পয়সা ভিক্ষা চাইল
তখন সকলের ভুল ভাঙলো।
___________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much